শাহাদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের ৯ দিন পর একটি ডোবা থেকে মমতাজ (৫০) নামের এক গৃহবধুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এরআগে গত ১৭ অক্টোবর ওই গৃহবধু বাড়ি থেকে নিখোঁজ হন।
তিনি উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুল সেকের স্ত্রী। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে আমবাড়ীয়া গ্রামের এক ডোবায় গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে ১৭ অক্টোবর রাত দশটার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে আসে। রাত ২টার দিকে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে দেখেন পাশে স্ত্রী নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ ও মাইকিং করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পর ২৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মমতাজ বেগমের মেয়ে রেহেনা আক্তার বলেন, আমার মায়ের মাথায় সমস্যা ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাবেনা।