রফিকুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ
ঢাকা টু জামালপুর হাইওয়ে রোড়ের পাশে খুপরি ঘর তুলে দীর্ঘ প্রায় ১ বছর ধরে একজন প্রতিবন্ধী বসবাস করছে। ওই অসহায় প্রতিবন্ধী মানুষটিকে অতিদ্রুত ওখান থেকে সরিয়ে নেয়া উচিত।
এটি জামালপুর সদর উপজেলার একদম শেষ সীমানার মধ্যে ছিনা বাড়ি ব্রিজের কাছে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি তেমন জোরে কথা বলতে পারেন না। তার কথাগুলো অস্পষ্ট শুনা যায়।
তাকে জিজ্ঞেস করি, আপনার নাম কি? বাবার নাম কি? আপনার স্ত্রী ও সন্তান বা আত্মীয় স্বজন কেউ কি নেই? আপনার ঠিকানা কোথায়? তিনি ফ্যাসফ্যাসে গলায় বলেন, তার নাম মোঃ শহিদুল্লাহ, তার কোন আত্মীয় স্বজন নেই। তার ঠিকানা শেরপুর তারাকান্দা, পোস্ট অফিস শেরপুর, থানা ও জেলা শেরপুর। বাবার নাম মনে নেই।
তার কোন আইডি কার্ডও নেই। সচেতন মহল বলছে, এভাবে হাইওয়ে রোড়ের পাশে বসবাস করা খুবই ঝুকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের উচিত অতিদ্রুত তাকে ওখান থেকে সরিয়ে নেয়া এবং তার পরিচয় খোঁজে না পেলে তাকে বৃদ্ধাশ্রমে দেয়া অথবা তাকে পুনর্বাসন করা।