স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নির্মিত হয়েছে মৎস্য অভয়আশ্রম।
মৎস্য অভয়আশ্রম হচ্ছে মাছের নিরাপদ বাসস্থান। যেখানে কোন জেলেদের হাতে ধরা পড়ার ভয় নেই, যেখানে ডিম ফুটে বাচ্চা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারার জন্য কৃত্রিম ভাবে সৃষ্টি জায়গাই মৎস্য অভয়আশ্রম।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও বানারীপাড়া মৎস্য দপ্তরের বাস্তবায়নে চাখার ইউনিয়ন সংলগ্ন সন্ধা নদীতে নির্মিত হয়েছে এই মৎস্য অভয়আশ্রম। সব কিছু ঠিকঠাক থাকলে আশাকরা যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ অন্যান্য মাছের সংখ্যাও বৃদ্ধি পাবে। বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
এ ধরনের কার্যক্রম চলমান থাকলে দেশীয় সম্পদ দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি পাবে। বাঙ্গালীর প্রিয় খাদ্য মাছ আবার সহজলভ্য হয়ে ফিরে আসবে। সাথে অক্ষুন্ন থাকবে “মাছে ভাতে বাঙ্গালী ” কথার আসল মর্ম। এমনটাই মনে করেন এলাকার সচেতন মহল।