নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা জুড়ে বিভিন্ন উপজেলায় সমাজ কল্যাণ মূলক সেবা দিয়ে যাচ্ছে জনতার সংস্থা (জে এস)।
জানা গেছে, সমাজে পিছিয়ে পড়া, গরীব, অসহায়, খেটে খাওয়া দিনমজুর মানুষকে পাইকারী মূল্যে ভোগ্য পণ্য বিতরণ, স্বাস্থ্যসেবা কর্মসূচী, শিক্ষাসেবা, স্বাস্থ্য সম্মত সেনিটেশন কর্মসূচি, বৃক্ষ রোপন, পরিবেশ সংরক্ষণ, বনায়ন কর্মসূচি, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিভিন্ন রকম আইন সহায়তা কর্মসূচি সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা দিয়ে আসছে এই সংস্থাটি।
এ বিষয়ে সংস্থার সভাপতি সাংবাদিক আলী সোবান বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে অনুকূল ভূমিকা রাখা। জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা প্রদান করা আমাদের
লক্ষ্য। তিনি আরও বলেন, জনগোষ্ঠীকে সংগঠিত করা ও আয়বৃদ্ধি প্রকল্পে পেশাগত দক্ষতা অর্জনে সহযোগিতা করা।
আমরা স্বপ্ন দেখি এমন এক সমাজের যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সকল নারী পুরুষ আইনগত, সামাজিক ও অর্থনৈতিক সব ধরনের বৈষম্যমুক্ত পরিবেশে সকল মৌলিক অধিকার অর্জন করে সম্মানের সাথে বসবাস করবে।