ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিএনপি-জামায়াতের ১৩ নেতা কর্মী গ্রেফতার

50
admin
অক্টোবর ২৭, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদরে ছয়, তাঁড়াশে দুই এবং রায়গঞ্জ, বেলকুচি, কাজিপুর, এনায়েতপুর ও চৌহালী থানায় একজন করে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন সময়ে করা নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন (৬০), শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা (৬৫), বিএনপির কর্মী সুমন সরকার (৩৯), রতনকান্দির বিএনপির কর্মী নয়ন (৩৯) ও মানিক (২২) ও জামায়াতের কর্মী আশরাফুল আলম (৩৫)। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে চান্দাইকোনা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাঁড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বারুহাস ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার ও তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা তালহাকে গ্রেফতার করা হয়েছে।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, চন্দনগাঁতী এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, খুকনী ইউনিয়নের খোকশাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাতে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গভীর রাতে নিশ্চিতন্তপুর এলাকা থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদারকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।