ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

50
admin
অক্টোবর ২৭, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ও শুক্রবার ভোরে জামতৈল রেলওয়ে স্টেশনের উত্তরদিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুপুরে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে থামলে সেখানে নামেন খাবার বগির মেসিয়ার বিশাল। পরে সময় হলে ট্রেনটি ছেড়ে দেয়। নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার শারীরভিটা গ্রামের কিরণ খানের স্ত্রী ফারজানা আক্তার আঁখি (৩০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার মন্যারচর গ্রামের এলাছ শেখের ছেলে মোহাম্মদ বিশাল (২৮)। এদের মধ্যে বিশাল সুন্দরবন এক্সপ্রেসের মেসিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এ সময় বিশাল চলন্ত ট্রেনে উঠতে গেলে হাত ফসকে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে, জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগ মূহুর্তে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আঁখি নামে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।