ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

২০ শর্তে সমাবেশের অনুমতি পেল দুই দল

50
admin
অক্টোবর ২৭, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

পছন্দের ভেন্যুতেই আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

গত কদিন ধরেই ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। শেষ মুহূর্তে আলোচনায় ছিল, কোথায় সমাবেশ হচ্ছে তা নিয়ে। অবশেষে পছন্দের জায়গাতেই দু দলকে সমাবেশের অনুমতি দিল ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, ২০ শর্তে দু দলকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। পরে আওয়ামী লীগও একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দেয়।

বিএনপি ২১ অক্টোবর পুলিশকে চিঠি দিয়ে সমাবেশের কথা জানালে পুলিশের পক্ষ থেকে স্থান নিয়ে কথা বলা হয়। বিএনপি জানায়, সমাবেশ হবে নয়াপল্টনেই। আর আওয়ামী লীগের পক্ষ থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার জন্য বলা হয়।

আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশের অনুমতি নিয়ে ডিএমপির কর্মকর্তারা শুক্রবার বিকেলে বৈঠকে বসেন। পরে এ নিয়ে সিদ্ধান্ত জানানো হয়।

এ দু দলের বাইরে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। ডিএমপি পক্ষে তাদের অনুমতি দেয়া হয়নি।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।