ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হুদা,সহকারী কমিশনার (ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবীবুর রহমান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর,ধনবাড়ী পৌর মেয়র মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, ধনবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক রনি সহ ধনবাড়ী উপজেলার কর্মকর্তা বৃন্দ এবং ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।
তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।
ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মাদককে নির্মূল করতে হলে পুলিশের সাথে সাথে সাধারণ জনগণ কেউ সোচ্চার হতে হবে। আর বিশেষ করে মাদকের বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ থাকলে, মাদক বিক্রেতাদের কে জেল জরিমানা করে পূর্ণবাসনের ব্যবস্থা বা তাদেরকে মাদক থেকে সরিয়ে কোন কাজে জড়িত করে দেয়া তাহলে হয়তো কিছুটা মাদক নির্মূল হবে,তবে ধনবাড়ী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সোচ্চার।