মোঃ আব্দুল্লাহ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের বিশ্বনাথ শাখার বার্ষিক স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১১টা হতে ৪টি পদে তৃতীয় শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলেজ শাখার ভিপি পদে এমদাদ আহমেদ সাকিব, জিএস পদে নাদিয়া আক্তার তান্নি, ও কোষাধ্যক্ষ পদে আফজাল হোসেন বিজয়ী হয়েছেন।
ক্লাস ক্যাপ্টেন হিসেবে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন আবদুর রহিম সাব্বির (১০ম শ্রেণি), রাজু আহমেদ (৯ম শ্রেণি), মাজেদ আহমেদ (৮ম শ্রেণি), নাজমুল আহমদ রিয়াদ (৭ম শ্রেণি), তাহিয়া (৬ষ্ঠ শ্রেণি), আল ইয়ামিন ফারদিন (৫ম শ্রেণি), মাহমুদা আক্তার তানিশা (৪র্থ শ্রেণি), আল মারওয়ান রাকিন (৩য় শ্রেণি)। স্কুল শাখার প্রতি শ্রেণিতে নিজ নিজ ক্লাসের শিক্ষার্থীদের গোপন ভোটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হয়।
ক্যামব্রিয়ান স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ দুলাল আহমেদ। এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রফিক আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে শাহীন আলম বিজয় ও বুশরা বেগম, প্রিজাইডিং অফিসার হিসেবে পূর্ণিমা পাল বর্ষা, সাব্বির আহমেদ, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে বাপ্পি মালাকার ও রুপালি তালুকদার, পোলিং অফিসার হিসেবে ক্যামব্রিয়ান ছাত্র সংসদের বর্তমান নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেন ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, সাংবাদিক শাহীন উদ্দিন ও পরিচালক মুহাম্মদ সুমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, সাবিনা বেগম, আনহার আহমদ, আবদুল মুবিন আলেক, হাফেজ আবুল লেইছ, নাঈমা বেগম, ইশরাত জাহান, হাফছা বেগম ও তানিয়া আহমেদ। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যক্ষ দুলাল আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিটি রূপরেখা অনুযায়ী চলছে।
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে এই শিশুরাই আগামীর উন্নতশীল রাষ্ট্র গঠনে হাতিয়ার হিসেবে কাজ করবে। আমি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রতিষ্ঠানের অভিভাবক এবং শুভাকাঙ্খীদের সহযোগিতা কামনা করি। এদিকে, গত সোমবার (২৭ মে) কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদের নতুন দায়িত্বশীলদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।