ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দ ও রায়গঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন, আব্দুল মতিন ও শুভন সরকার

50
admin
জুন ৬, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সিরাজগঞ্জের কামারখন্দে ও রায়গঞ্জে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, তিনি আনারস প্রতিকে পেয়েছেন, ১৭ হাজার ২৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেলিম রেজা, দোয়াত কলম প্রতিকে পেয়েছেন, ১৪ হাজার ১৭৮ ভোট। অন্যদিকে রায়গঞ্জ উপজেলায় রেকর্ড পরিমান ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, গোলাম হোসেন শোভন সরকার, তিনি ঘোড়া প্রতিকে পেয়েছেন, ৭০ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, দোয়াত কলম প্রতিকে পেয়েছেন, ১৭ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা, মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।