মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে হাট ইজারাদারদের সাথে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন-২০২৪) বেলা ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে পশু হাট ইজারাদার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
সভায় শুরুতে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে হাট ইজারাদারদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে জামালপুর জেলা পুলিশের হাট ইজারাদারদের থেকে প্রত্যাশাসমূহ ও নির্দেশনাবলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে উপস্থাপন করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে পশুর হাটে সিসি টিভি ক্যামেরা স্থাপন, পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, যানজট নিরসনে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা ও দ্রুত সহায়তার জন্য কুইক রেসপন্স টিম এবং জাল টাকা সনাক্তকরণ মেশিন সরবরাহের ব্যবস্থা-সহ উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বিভিন্ন বাজারে সন্দেহজনক ক্রেতা বিক্রেতা লক্ষ্য করলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য আহ্বান করেন। এবং মোবাইল ফোনে সন্দেহজনক ক্রেতা বিক্রেতার ছবি পশুর ছবি মোবাইল ফোনে সংরক্ষণ করার আহবান জানান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাস এবং সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।