ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় দুই বিদেশি জাহাজ

50
admin
অক্টোবর ২৮, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুই বিদেশি জাহাজ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এমভি মিলেন এবং দুপুর ১টায় ৭ নম্বর জেটিতে এমভি আনকা স্কাই নোঙর করে।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, দুপুর ২টা থেকে জাহাজ দুটি থেকে একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এসব পণ্য সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

তিনি আরও জানান, ৯৩১ প্যাকেজের ১৫১৯ মেট্টিক টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রাশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি মিলেনা’। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

অন্যদিকে, ৪৪১ প্যাকেজের ১৪৫৩ মেট্টিক টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আনকা স্কাই নামের জাহাজটি। আনকা স্কাই আজ শনিবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।