ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন

50
admin
অক্টোবর ২৮, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে, বিজয়নগর ও কমলাপুরসহ কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার পর থেকে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আজ সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

রাফি আল ফারুক বলেন, রাজধানীর শাহজাহানপুর, মৌচাক, খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশে, আবদুল্লাহপুর, কাকরাইলসহ আরও কয়েকটি স্থানে বাসে আগুন লেগেছে। আরেকটু পর বিস্তারিত জানাতে পারব। সব স্থানে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

রাফি আল ফারুক আরও বলেন, শাহজাহানপুর ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন লাগে। ওই আগুন নেভানোর পর আমাদের ফায়ার সার্ভিসের গাড়িতেই আগুন দেয় পিকেটাররা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথম কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে অন্যান্য স্থানে আগুন লাগে।

এদিকে রাফি আল ফারুক বলেন, আজ বিকেল সোয়া তিনটার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালের ফটকে ও হাসপাতাল চত্বরে রাখা পাঁচটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, অ্যাম্বুলেন্সসহ দুটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দুটি ও খিলগাঁওয়ের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পানি ছিটিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।