ডেস্ক রিপোর্ট
নতুন কোনো কর্মসূচি ছাড়াই রাজধানীতে মহাসমাবেশ শেষ করেছে জামায়াতে ইসলামী।
আরামবাগে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু করে জামায়াতে ইসলামী। পুলিশের সঙ্গে একবার ধাওয়া-পালটাধাওয়ার পর বিকেলে সমাবেশ শেষ করে সংগঠনটি। তবে সমাবেশ শেষে নতুন কোনো কর্মসূচি দেয়নি দলটি।
মতিঝিল শাপলা চত্বর থেকে নটরডেম কলেজের দিকে যাওয়ার পথে ও আরামবাগ মোড়ে পুলিশের দুইটি ব্যারিকেড থাকায় সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কমলাপুর রোড দিয়ে বের হয়ে যান দলটির নেতাকর্মীরা।
সমাবেশে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনও নির্বাচন হবে না। নির্বাচন হতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলীয় এবং সব রাজবন্দি নেতাকর্মীর মুক্তির দাবি জানান