কুমিল্লা বোর্ড থেকে জিপিএ ৫ আর্জন করছে কৃতি শিক্ষার্থী নাদিয়া আক্তার-
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ ৫ অর্জন করেছে কৃতি শিক্ষার্থী নাদিয়া আক্তার। সে হোমনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মোঃ এনায়েত উল্লাহ ও খাদিজা বেগমের জ্যৈষ্ঠ্য কন্যা এবং হাজি মোঃ গোলাম মোস্তফা সরকার এর কনিষ্ঠ নাতনি। নাদিয়া বড় হয়ে ডাক্তার হতে চায়। তার এ অর্জনে স্কুলের সকল শিক্ষক ও স্কুল পরিচালনা পর্ষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।