পাই যেন ত্রাণ
মুক্তা পারভীন
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক
আজ সকলের জীবন।
স্রষ্টার তুষ্টিতে ভক্তি রেখে
করি কুরবানী পালন।
মনের পশুকে করি কুরবানী
রক্তের বন্ধন কাছাকাছি টানি।
সম্পর্ক যতো ফিরে পাক জীবন
হিংসা বিদ্বেষ হোক অবসান।
ভেদাভেদ ভুলে কাঁধে রেখে কাঁধ
কষ্টের রজনী করি প্রভাত।
স্বার্থের মায়াজাল ছিন্ন করে
একসাথে হাঁটি হাতে হাত ধরে।
প্রীতির লতায় বাঁধা থাক প্রাণ
সমাজের ছোট বড় করি সম্মান।
সম্প্রীতি বজায় থাক সকলের মাঝে
শুদ্ধ সুন্দরে ধরা যেন সাজে।
সকলে মিলে করি স্রষ্টার গান
আপদে বিপদে পাই যেন ত্রাণ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।