ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ডাচদের বিপক্ষে লজ্জাজনক হারের পর যা বললেন সাকিব

50
admin
অক্টোবর ২৮, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক

চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচ হারে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। এরপরও সেমিফানালের আশা বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল জয়ের ধারায় ফেরার শেষ সম্বল। কিন্তু সেই আশাও এবার হতাশায় মিলিয়ে দিলো ডাচরা। আনকোরা দলটির কাছে পাত্তাই পেল না সাকিব বাহিনী। লজ্জার হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করল লাল-সবুজের দল।বিশ্বকাপে কাগজে-কলমে এখনো টিকে থাকলেও কার্যত এক প্রকার ছিটকেই গেছে বাংলাদেশ দল। ডাচদের বিপক্ষে  আবারো ফুটে উঠছে ব্যাটারদের দুর্দশার চিত্র। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও শুনিয়েছেন ব্যাটারদের নিয়ে হতাশার কথা।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছি। আমরা যেভাবে ব্যাটিং করতে পারি সেভাবে বিশ্বকাপে ব্যাটিং করতে পারিনি। আমরা নিজেরাই ডাচদের ২ পয়েন্ট দিয়েছি। খুব কঠিন হয়ে যাচ্ছে সমস্যার সমাধান করা। তারা যেভাবে বোলিং করেছে তাদের ক্রেডিট দেওয়া উচিত। বোলিংয়ে তারা খুব শৃঙ্খল ছিল। আমরা খুব বাজে শট খেলেছি।’

দলের এমন পারফরম্যান্সে বর্তমান দলকে বাংলাদেশ দল বলেও মনে হচ্ছে না সাকিবের কাছে। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সাথেই ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।

আরো পড়ুন, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলকে ঘিরে শিল্পের নতুন সম্ভাবনা

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।