চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম – ১৩ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বঙ্গবন্ধু এমন একটি স্বনির্ভর সোনার বাংলা গড়তে চেয়েছিলেন যেখানে কোনো অভাব থাকবে না। আজ বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমাদের রপ্তানির বৃহত্তর একটি অংশ গার্মেন্টস শিল্প। বিশ্বের সব দেশেই আমাদের দেশের সুস্বাদু মাছের চাহিদা রয়েছে। তাই মৎস্য খাতে দেশের তরুণ শিক্ষিত প্রজন্ম এগিয়ে আসলে দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বেও বিপুল পরিমাণে মাছ রপ্তানি করা সম্ভব হবে।
এসময় তিনি বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ধান উৎপাদন বেড়ে গেছে। একসময় গরুর ক্ষেত্রে ভারত নির্ভর ছিলো দেশ তবে এখন আমাদের শাসনামলে দেশীয় খামারের মাধ্যমে এই ঘাটতি পুষিয়েছে। তিনি বিভিন্ন বিদেশের নাম উল্লেখ করে বলেন দেশে মাছের ক্ষেত্রেও নানা উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মৎস্য চাষী ও শিক্ষিত সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মৎস্য চাষের প্রতি আগ্রহ হোন। ভালো কাজ করে ভালোভাবে আয় করুন। দূর্নীতি না করে টাকা আয় করা গেলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।
সভায় মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ, সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ এমপি উপজেলা কনফারেন্স রুমে বিভাগীয় কর্মকর্তা বৃন্দ ও ইউপি চেয়ারম্যান বৃন্দদের নিয়ে বৈঠক করেন। সেখানে উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত হন। পরে তিনি সমস্যার সমাধানের পরামর্শ দেন।
এসময় চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ্, আমিন শরীফ, অসিম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মাষ্টার মো. ইদ্রীস। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।