রবিন চৌধুরী রাসেল রংপুর জেলা প্রতিনিধিঃ
আবু সাইদসহ অন্যান্য শহীদদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এবং ছাত্রদের উত্থাপিত সকল দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২রা আগস্ট) সকাল ১১টায় শহীদ আবু সাঈদ চত্বরে বেরোবি’র শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রায় সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ছাত্রদেরকে কেন হত্যা করা হয়েছে, তারা কি অপরাধ করেছিল, তারা শুধু তাদের অধিকার চাওয়াটাই কি তাদের অপরাধ ছিল। এখন আমাদের কেন নিরাপত্তা নেই। আমরা সকল শিক্ষার্থীর নিরাপত্তা চাই। আমাদের দাবিসমূহ না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সংহতি প্রকাশ করে শিক্ষকরা বলেন, আবু সাইদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার সকল ছাত্রদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। শিক্ষার্থীদের উত্থাপিত দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরে আনার জন্য সরকারকে সকল ব্যবস্থা করতে হবে। নইলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে। আমরা শিক্ষকরা সব সময় ছাত্র-ছাত্রীদের পাশে ছিলাম, আছি আর ভবিষ্যতেও থাকবো।
অভিভাবকরা বলেন, আমারদের ছেলে-মেয়েরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে। অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়ে হাসপাতাল ও বাড়িতে কাতরাচ্ছে। সব ছেলে মেয়েরাই আতঙ্কে দিন কাটাচ্ছে। ছেলে মেয়েদের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশরা রেট দিচ্ছে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা অভিভাবক হয়ে আর বাড়িতে বসে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছি।