মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।
গতকাল বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু ও টিআই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু জানিয়েছেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।