ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় আন্দোলনরত শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

50
admin
আগস্ট ৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার

‌সারাদেশে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও ভোলায় বৈরি আবহাওয়ার কারণে বিক্ষোভ মিছিলের পরিবর্তে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করেছে আন্দোলকারী সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সাধারণ ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ এ মোমবাতি প্রজ্বলনের কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা শিক্ষার্থী হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শহীদ মিনার এলাকা প্রকম্পিত করে তোলে।

আন্দোলনকারীরা বলেন, সারাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, গণগ্রেফতার ও নির্বিচারে শিশুসহ নিরস্ত্র শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি বাস্তবানের জন্য এ কর্মসূচী পালন করে তারা। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করে তারা। এ ছাড়া বৈসম্যবিরোধী ছাত্রদের কেন্দ্র ঘোষিত রোববারের অসহযোগ আন্দোলনের সমর্থনে সর্বস্তরের নাগরিকদের রাজপথে থাকার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।