ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পরিস্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিকের কাজ করছেন বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা

50
admin
আগস্ট ৭, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাপ রিপোর্টার

অরক্ষিত হয়ে পড়েছে ভোলার শহরের সড়কগুলো। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একজন পুলিশ সদস্য। ভোলার রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে শিক্ষার্থীরা৷ ভোলার বাংলা স্কুল মোড়, গার্লস স্কুল মোড় ও কালিনাথ রায়ের বাজার মোড় দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন।

এছাড়াও সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেন,ভোলায় পরিস্কার পরিচ্ছন্নতা করার পূর্ব কর্মসূচি ছিলো। সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা করা কালে তারা দেখেন সড়কে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়।

তাৎক্ষণিক শিক্ষার্থীরা মিলে ভোলার বিভিন্ন রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেটুকু পালন করছি। তাতে দেখা গেছে সড়কের আইন অনেকটা ফিরে এসেছে। এছাড়াও যুব রেডক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবীরাও সড়কের শৃঙ্খলা রক্ষা, পরিস্কার পরিচ্ছন্নতা, সাধারণ জনগণকে সচেতনতামূলক প্রচার প্রচারণা করতে দেখা গেছে। যুব রেডক্রিসেস্ট সোসাইটির সদস্য আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের এমন সংকটে আমরা যুব রেডক্রিসেন্ট, সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন মিলে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করছি।

স্বেচ্ছাসেবী হিসেবে আমরা চাই দেশ শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মানুষ সচেতন হয়ে উঠুক। ট্রাফিকের কাজ আমরা সকলে মানলে সড়কের বিশৃঙ্খলা দূর হবে। ভোলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কারফিউর পর থেকে রাস্তায় যথেষ্ট যানবাহন চোখে পড়ে। বাস থেকে শুরু করে সব ধরনের যানবাহনই রাস্তায় চলাচল করতে শুরু করে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।