ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ীতে সারা দেশের ন্যায় ধনবাড়ী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ছাত্র ছাত্রীদের সুশৃঙ্খল ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ধনবাড়ী বাসস্ট্যান্ড,চালাষ চৌরাস্তা, বাজার রোডের মাথায়, ট্রাক অফিসের সামনে সহ বিভিন্ন পয়েন্টে ছাত্র ছাত্রীরা ছাতা মাথায় লাঠি হাতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজে ধনবাড়ী সরকারি কলেজ, ধনবাড়ী নবাব স্কুল,সাকিনা মেমোরিয়াল স্কুলের স্কাউট সদস্য সহ বেশ কিছু স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে । বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ধনবাড়ী শাখার সদস্যরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করে । বাসস্ট্যান্ড,চালাষ চৌরাস্তা সহ বিভিন্ন মোড়ে মোড়ে অটো রিকশা , ভ্যান, সিএনজির জটলা সরিয়ে যানজট মুক্ত রাখে । মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়ে গাড়ি চালানো সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয় ।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করা এই ব্যবস্থা কিছু দিন অব্যাহত রাখতে পারলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে বলে আশা ব্যক্ত করেন সবাই। দেশের এই সংকটকালীন মুহূর্তে সবাই এক যোগে সারাদেশে কাজ করে যাবো বলে জানায় অংশগ্রহণকারী সকল সদস্য । পুলিশ না থাকায় রাস্তায় যে শৃঙ্খলা নষ্ট হয়েছে তা ইতিমধ্যেই অনেকটা কাটিয়ে উঠেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ এর পাশাপাশি রাস্তায় কোন ময়লা বা কাগজ পড়ে থাকলে সাথে সাথেই তা অপসারণ করা হচ্ছে ।
এছাড়াও অন্যান্য সার্বিক বিষয়ে আশেপাশে দৃষ্টি রাখছে যাতে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ কেউ করতে না পারে । ছাত্র ছাত্রীদের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণকালীন সময়ে সবাই যদি সহযোগিতার মনোভাব পোষণ করেন তাহলে এই কাজ আরও সহজ এবং সুশৃঙ্খল হবে বলে জানান অনেকেই ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।