স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়া উপজেলাধীন সৈয়দকাঠী ইউনিয়নের জনগনের জানমালের নিরাপত্তায় পাহাড়া দিচ্ছে সৈয়দকঠী মানব কল্যাণ যুব সংগঠনের সদস্যগন।
২০২১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সদস্যরা বিভিন্ন মানব সেবা মুলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এগিয়ে এসেছে সৈয়দকঠী মানব কল্যাণ যুব সংগঠন। বিভিন্ন এলাকার মন্দির, হিন্দু সম্প্রদায় ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় রাতভর দিচ্ছেন টহল।
সংগঠনের সদস্যগন জানান,ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের প্রতি আহ্বান। সংখ্যালঘুদের মন্দির গির্জা সহ সবার জান মাল নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক কাজ করবে সৈয়দকাঠী মানব কল্যাণ যুব সংগঠন। কাহারো উপরে যদি অন্যায় ভাবে কেউ জুলুম করতে চায় আমাদের জানান সব টুকু দিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।
অন্য এক সদস্য জানান, সৈয়দকঠী মানব কল্যাণ যুব সংগঠন পূর্বেও জনসেবায় নিয়জিত ছিল। তারই ধারাবাহিকতায় জনগনের ভয় কাটানোর জন্য, নিরাপত্তা ও নির্যাতন বিরুদ্ধে সার্বক্ষণিক আপনাদের পাশে আছে এবং থাকবো ইনশাআল্লাহ। এই মহৎ কাজে আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন.
উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক
সৈয়দকঠী মানব কল্যাণ যুব সংগঠন
Leave a Reply