ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

যশোরের উলাশী বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা

50
admin
আগস্ট ১০, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার উলাশীতে বিভিন্ন হট-বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

শনিবার (১০ আগস্ট) সকালে উলাশী বাজার সহ বিভিন্ন হাট-বাজার একাধিক দলের বিভক্ত হয়ে বাজার মনিটরিং করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে মুদি, কাঁচা বাজার, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন।

একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা। শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে। স্বৈরাচার সরকার এ রাষ্ট্রকে সমস্যায় জর্জরিত রেখে পালিয়েছে। রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্বের বুকে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত হিসেবে পরিচয় করাতে আমাদের এ উদ্যোগ। দেশের সাধারণ মানুষরা ইতোমধ্যে আমাদের এ কার্যক্রমকে স্বাগতম জানাচ্ছেন।

এসময় ক্রেতারা জানান, শিক্ষার্থীরা যদি ঘন ঘন বাজার মনিটরিং করে তাহলে পণ্যের দাম কমে আসবে। যারা বিভিন্ন অজুহাতে সিন্ডিকেট করছেন তারা বাজারে অস্থিতিশলী পরিস্থিতি তৈরি করতে পারবে না। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে। এরপর থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে শহর পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন, দেয়ালে আলপনাসহ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এবার তারা বাজার মনিটরিংয়ে কাজ করছেন।

এদিকে শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে সাধারণ মানুষ খুশি হয়েছেন। তারা বলছেন, সব চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ হলে আমরা ন্যায্য মূল্যে কেনা-কাটা করতে পারব। বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। মানুষ শান্তিতে বাজার করতে পারবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।