এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে আইন শৃংখলা পরিস্থিতি উত্তরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ আগষ্ট শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, সুশীল সমাজ, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সংখ্যালঘু প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
সভায় চলমান সহিংসতা ও পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন, সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্বাস, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্রাহ আল মামুন দুলাল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রেজুয়ানউল্লাহ
শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ রাশেদুজ্জামান, কোটা বিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক শওকত জামান শিহাব, উপজেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি প্রবীর সাহা প্রমূখ।
সভায় বক্তারা চলমান পরিস্থিতি থেকে উত্করণে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।