মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
অসহায়, অবহেলিত ও নির্যাতিত সাংবাদিকদের পাশে এ স্লোগানে ভোলায় পেশাদার সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট ফোরাম ভোলা এর পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
১০ই আগস্ট রাতে ভোলা শহরের জাহানারা আর্কেড এর অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পুর্নাঙ্গ কমিটি করা হয়।
সর্ব-সিদ্ধান্ত মতে শাহীন কাদের, এলএলবি (দৈনিক ভোলার বাণী) কে সভাপতি, শাহরিয়ার জিলন (আজকের ভোলা) কে সিনিয়র সহ-সভাপতি, কাজী মহিবুল্লাহ আজাদ (আমাদের ভোলা), ইলিয়াস চৌধুরী (ভোলার কথা) সহ-সভাপতি এবং ইমরান হোসেন ( ভোলার বাণী ও আজকের দেশকন্ঠ) কে সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজীব (আজকের দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু ইসলাম (ইত্তেফাক অনলাইন), যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান শান্ত (ভোলা টাইমস), ইয়ামিন হোসেন (দৈনিক দেশবাংলা ও তরঙ্গ নিউজ), হারুন-উর রশিদ শিমুল (বাংলাদেশের আলো) কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিতিতে অন্যরা হলেন, কোষাধ্যক্ষ শরীফ হোসাইন (জাগো প্রতিদিন) , আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ( আমাদের বাংলা), সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আহমেদ (বাংলার কন্ঠ),
ধর্ম বিষয়ক সম্পাদক হাসনাইন আহমেদ ( ভোলা প্রকাশ), ক্রীড়া সম্পাদক বিপ্লব রায় ( ভোরের আকাশ), প্রচার সম্পাদক আমির হামজা ( দৈইলি ট্রাইব্যুনাল),নির্বাহী সদস্য পদে খলিল উদ্দিন ফরিদ (আজকালের খবর)।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন টিপু সুলতান (ভোলা নিউজ), দাউদ ইব্রাহিম (স্বদেশ বিচিত্রা), রাফসান জানি (প্রথম বাংলা) , আরিফ হোসেন (৭১ ভিশন), আরিফুল ইসলাম (বাংলার দূত), রিয়াজ উদ্দিন শান্ত ( সুন্দরবন )।