আসলাম কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিপুমুন্সি অডিটোরিয়াম এর নাম পরিবর্তনের দাবীতে ফুসে উঠছে বিভিন্ন শ্রেণি পেশার মানুুষ। তাদের দাবি রাষ্ট্রীয় টাকায় নির্মিত হলরুমের নাম আওয়ামী নেতার ব্যক্তি নামে হতে পারে না।
এটির নামকরন হওয়া উচিত ছিলো স্থানীয় বিশিষ্ট কোন নামে অথবা কাউনিয়া অডিটোরিয়াম এই নামে। তাই তারা উপজেলা প্রশাসনের কাছে দাবি জাানিয়েছেন যারা আযনা ঘর নির্মান করছে তাদের সহযোগীদের নামে নামকরন করা নামটি দ্রুত পরিবর্তনের দাবী করুন। অন্যথায় ফুসে উঠবে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুুষ।
কাউনিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের আহবায়ক মুক্তারুল ইসলাম বলেন,কোন স্বার্থলোভী ও দুস্কৃতিকারীদের নামে অডিটোরিয়াম এর নাম থাকতে পারেনা। অতি শিগ্রই এর নাম পরিবর্তন এর দাবী জানাচ্ছি
কাউনিয়া রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম বলেন,এটি আওয়ামী রাজনৈতিক নেতার নামে করাই করাই ঠিক করেনি। দ্রুত পরিবর্তনের দাবি জানাচ্ছি।
এব্যাপারে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহিদুল হক জানান,উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করা হবে।