মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে জংশন বাজার থেকে রুদ্র হাট পর্যন্ত দীর্ঘদিন যাবত রাস্তাটি বেহালা অবস্থা হয়ে পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে দৈনিক প্রায় কয়েক হাজার লোক আসা যাওয়া করে, সড়কটি কয়েকটি গ্রামের রাস্তার সাথে সংযুক্ত।
উল্লেখ্য বিষয় হচ্ছে যে, স্কুল, মাদ্রাসা, কলেজ, এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা দৈনিক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে,ছাত্র-ছাত্রী বক্তব্য হচ্ছে, তারা যখন স্কুল অথবা মাদ্রাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়,রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়। এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা জানিয়েছেন তারা।
দীর্ঘদিন যাবত রাস্তাটি মেরামতের অপেক্ষার প্রহরগুন ছিল এলাকাবাসী।অপেক্ষা করো কোন কাজ হয়নি এলাকাবাসীর।
কয়েকদিন আগে গাজীপুর হাই স্কুলের পিছনে রাস্তার উপরে একটি অটো রিক্সা যাত্রী নিয়ে উল্টে যায় এতে কয়েকজন যাত্রী আহত হয়।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন না ঘটে সেই কথা চিন্তা করে এলাকার রিক্সার ড্রাইভাররা তাদের সাধ্যমত রাস্তা মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।