ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বে ফেরা ট্রাফিক পুলিশদের ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

50
admin
আগস্ট ১৩, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 মো:সজিবুর রহমান রাজবাড়ী:

রাজবাড়ীতে দায়িত্বে ফেরায় ট্রাফিক পুলিশদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা ।

১৩ই আগস্ট (মঙ্গলবার) রাজবাড়ী’র বড়পুলে দায়িত্বে ফেরা ট্রাফিক পুলিশদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব মোল্লা,বাংলা বিভাগের শিক্ষার্থী অনন্যা খাতুন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রুদ্র মোল্লা ও সাব্বির গাজী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কাজে ফেরায় ট্রাফিক পুলিশদের ধন্যবাদ জানিয়ে পুলিশদের উদ্দেশ্যে শিক্ষার্থী রাজীব মোল্লা বলেন, আপনারা কোন বৈষম্য রাখবেন না। আপনারা দেশের মানুষের সেবক। কোন রাজনৈতিক নেতার বা কোন ব্যাক্তিগত স্বার্থে আপনারা কাজ করবেন না।

দেশের স্বার্থে আপনারা কাজ করবেন। আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আগের সব ক্ষোভ ভূলে গিয়ে আমরা নতুন করে এ দেশটাকে সাজাতে চাই সুন্দরভাবে।

এ সময় শিক্ষার্থী রাজীব মোল্লা আরোও বলেন সামনে ১৫ই আগস্ট কে কেন্দ্র করে দেশ আবারও উত্তাপ হতে পারে। যে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটলে আমরা ছাত্ররা সদা প্রস্তুত আছি,আপনারাও প্রস্তুত থাকবেন।

এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ছাত্রদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা কর্মবিরতীতে যাবার পর ছাত্ররা সুন্দরভাবে ট্রাফিকের কাজ করেছেন । আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্বপালন করে যাবো। এ সময় ছাত্রদের কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর ১১ দফা দাবীতে কর্মবিরতিতে যায় পুলিশ। ছাত্ররা রাজবাড়ী’র বড়পুল সহ গুরুত্বপূর্ন স্থানে ট্রাফিক কার্যক্রম পরিচালনার কাজ করে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।