ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদেরকে সনদ দিলেন পুলিশ সুপার

50
admin
আগস্ট ১৩, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার

ভোলায় ট্রাফিক পুলিশের কর্মবিরতির সময় যেসব শিক্ষার্থীরা সড়কে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সেসব শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে ভোলা জেলার পুলিশ সুপার।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে এ সনদ বিতরণ করেন ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। এসময় ভোলা সদরের ৮ টি সংগঠনের প্রায় ৩০ জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের মাঝে এ সদন বিতরণ করা হয়।পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ ভোলার আয়োজনে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে (০৫-০৮-২০২৪ থেকে ১২-০৮-২০২৪) পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও নৌ-বাহিনীর প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা মহোদয় সকল শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান। এ সময় জেলা পুলিশ ও নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।