রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে জমি নিয়ে বিরোধে আয়নুল হক(৬০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে।মঙ্গলবার ১৩ই আগস্ট উপজেলার লোহানীপাড়ার ইউনিয়ন মালতোলা নদীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া আয়নাল একই গ্রামের মৃত দরিফুদ্দীন ছেলে।এ ঘটনায় মৃত আয়নাল স্ত্রী অজুবা খাতুন বাদী হয়ে কিনামামুন কে প্রধান আসামী করে ১৮জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মালতলা নদীরপাড় গ্রামে নিরীহ আয়নাল হকের পৈতিক থেকে পাওয়া ২৫শতক বসত ভিটার উপর কুদৃষ্টি পড়ে একই গ্রামের কিনামামুন ও মোহাম্মদ আলী।তারা ঐ ২৫শতক বসতভিটা জমি নিজেদের দাবি করে তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে।দীর্ঘ দিন মৃত আয়নাল হক ও তার পরিবারের উপর অত্যাচার করছিল। পরবর্তীতে কিনা মামুন ও মোহাম্মদ আলী বিষয়টি আদালত একটি মামলা দায়ের করে।দীর্ঘ দিন আদালত বিষয়টি গুরুত্বসহকারে কাগজপত্র যাচাই বাছাই করে আয়নাল হকের পক্ষে রায় দেয়।এতে ক্ষিপ্ত হয় আসামিরা।ঘটনার দিন আয়নাল হকের বসতভিটা দখল করতে যায় কিনামামুন ও মোহাম্মদ আলী। এতে দুই পক্ষের সংঘর্ষে আয়নাল হক মাটিতে লুটিয়ে পড়লে। পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মৃত আয়নাল হকের স্ত্রী অজুবা খাতুন বলেন, হামার নিজের বসতভিটা জমি ওরা জোর করি নিবার চায়।আদালত হামার পক্ষে রায় দিলে ওরা না মানি হামার স্বামীক মারি ফেলাইল।আমি আসামীদের কঠিন শাস্তি চাই আইনের কাছে।
স্হানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক।দোষীদের আইনের আওতায় আনা হোক।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত ৬নং আসামীকে আটক করা হয়েছে।অবশিষ্ট আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।