1. admin@dainiktalashtimes.com : admin :
অভিযোগকারী নিজেই চেনে না অভিযুক্তদের বিএনপি নেতাদের নামে ভাংচুরের অভিযোগ তদন্ত করলেন নেতারা - দৈনিক তালাশ টাইমস্
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

অভিযোগকারী নিজেই চেনে না অভিযুক্তদের বিএনপি নেতাদের নামে ভাংচুরের অভিযোগ তদন্ত করলেন নেতারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬ ,০০ বার শেয়ার হয়েছে

বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতাদের নামে দেওয়াল ভাংচুরের অভিযোগ দায়ের করায় সরেজমিন পরিদর্শন করেছেন জেলা বিএনপির একটি টিম। এ সময় অভিযোগকারীর মা নিজেই অভিযুক্তদের চেনে না বলে প্রকাশ করেন।

মঙ্গলবার দুপুরে অভিযোগের বিষয়ে সরেজমিনে যান,  রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এসময় অভিযোগকারী রাজীব হোসেনের মা ও এলাকাবাসীর সাথে কথা বলেন বিএনপির এ প্রতিনিধি দল। অভিযোগে বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ হাসান আশিক সহ কয়েকজনের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে অভিযোগকারী রাজীব হোসেনের মাকে এসকল অভিযোগকারী আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তাদেরকে চিনি না। তারা ভাংচুর করেছে কিনা তাও বলতে পারেননি।

এসময় এলাকাবাসী বিএনপির প্রতিনিধিদলের নিকট প্রকাশ করেন, শতবর্ষী রাস্তা আটকে সেখানে ৬ মাস পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় ইট দিয়ে বাউন্ডারী ওয়াল প্রদান করেন। গত ৫ আগস্ট সেখানে বসবাসরত প্রায় ৩০-৩৫টি পরিবারের সদস্যরা ভেঙ্গে পুরনো পথ বের করে নেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা বিএনপির একটি প্রতিনিধিদল অভিযোগকারী ও অভিযুক্তদের সাথে কথা বলেছি। মূলত দীর্ঘদিনের চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানে বসবাসরতরা ক্ষোভে ভেঙে দেয়। তবে বিএনপির যাদের নামে অভিযোগ দিয়েছেন তাদেরকে তিনি চেনেন না বা দেখেননি বলে স্বীকার করেন। স্থানীয়রা তাদের পুরনো চলাচলের পথ পরিস্কার করার বিষয়টি স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
  • কপিরাইট আইন ২০১৯-২০২৪সর্বত্র সংরক্ষিত
                          কারিগরি সহায়তায়: JHBD