ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু

50
admin
আগস্ট ১৪, ২০২৪ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মো:আলমগীর খান, স্টাফ রিপোর্টার

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে।

বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের ন্যায় সকল জেলা ও থানা পুলিশ ১১দফা দাবি জানিয়ে পুলিশের সকল কার্যক্রম স্থগিত ও কর্মবিরোধী ঘোষণা করা হয়। গত কয়েক দিন ধরে দেশের বেশ কিছু থানায় পুলিশের কার্যক্রম শুরু করলেও ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের কার্যক্রম মঙ্গলবার (১৩ আগষ্ট) থেকে আনুষ্ঠানিক শুরু করা হয়।

নান্দাইল মডেল থানার পুলিশ আনুষ্ঠানিক ভাবে নিজ কার্যক্রমে যোগদান করায় কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা উক্ত থানার পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দায়িত্ব আপনারা পেশাদারিত্বের সাথে পালন করুন। কোন প্রভাবশালীদের কথায় অনৈতিক কাজ করবেনা এবং টাকার বিনিময়ে হয়রানি মূলক মামলার মতো জঘন্য কাজে লিপ্ত হবেন না।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান, “বর্তমান আইজিপি মহোদয়’র নির্দেশে গতকাল থেকেই নান্দাইল মডেল থানার পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। নতুন উদ্দামে জনগনকে সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।