মো:আলমগীর খান:স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় বাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নান্দাইলে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী, গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গত বুধবার (১৪ আগষ্ট) ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের নতুন বাজার কলেজ গেইট, নামক স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মনিরুজ্জামান মনির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের মৎস ও পশুপালন বিষয়ক সম্পাদক মো:আলমগীর খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ আলী মড়ল,ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নান্দাইল উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান লিটন,নান্দাইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ও নান্দাইল উপজেলা ছাত্র দলের আহবায়ক অনিক আহম্মদ বাবুল।এছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্র দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
অবস্থান কর্মসূচি পালনের সময় বিভিন্ন বক্তৃতারা বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, জনাব ইয়াসের খান চৌধুরীর নিদেশে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি।
এসময় বক্তারা আরও বলেন, “ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে এই
অবস্থান কর্মসূচি পালন। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি,না-হওয়া পযন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো।