শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার
রংপুর কেন্ত্রীয় কারাগারে বাহারুর বাদশা নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল কারাবন্দী ছিলেন। সকালে তার মৃত্যুর ঘটনায় বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে, কারাগারের বাইরে র্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা। এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন। তারা বন্দিদের বোঝানোর চেষ্টা করছেন। রংপুর জেলা প্রশাসক মোবাশ্বর হাসান জানান, কয়েদিদের দু পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
তাতে এক কয়েদির মৃত্যু হয়। এ ঘটনায় দুই কারা রক্ষীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।