আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১৭ আগষ্ট শনিবার শেষ বিকেলের দিকে জয়মনিরহাট ইউনিয়নে বড় খাটামারী দামুড় ছড়া বিলের পাড়ে একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লেকজন।পুকুরটি আসাদ নামের এক ব্যক্তির।পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।এই নিউজ লেখা পযন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
উক্ত ইউনিয়নের চেয়ারম্যানকে লাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হ্যা পুকুরে লাশ ভেসে উঠেছে তবে লাশের মুখ এখনো কেউ দেখেনি তাই শনাক্ত করাও যাচ্ছে না।আর দুর্গন্ধে লাশের কাছে যাওয়াও যাচ্ছে না।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন ঘটনার সত্যতা দিয়ে বলেন আমাদের পুলিশ সদস্য ঘটনা স্থলে গেছে তবে সেখানে বৃষ্টি হচ্ছে আর অন্ধকারও হয়েছে। তাই পুকুর থেকে লাশ উঠাতে হয়তো সময় লাগবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।