মোঃ শাহ্ আলম (সাগর) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ৫২০ জন অসহায় ও দু:স্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দিনব্যাপি রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে তেলকুপি কলমদর আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের ভিশন বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
সেই আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন তেলকুপি বিওপির কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।