ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ

50
admin
আগস্ট ১৯, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো:আলমগীর খান :স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সোমবার (১৯ আগস্ট) সন্ধায় ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে, প্রেস বিজ্ঞপ্তিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঠ করেন মো:মুখলেছুর রহমান ফাহিম।

আন্দোলনকারীরা তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, “দেশের পরিবেশ এখন স্থিতিশীল।

আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি নান্দাইলে এবং যেসব ভাইয়েরা আমাদের সাথে ছিল (নন পলিটিক্যাল)

তাদের প্রায় সবাই নান্দাইলের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হয়ে যাওয়ায় আমাদের সবাইকে ধীরে ধীরে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ও কলেজে ফিরে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা যেহেতু নিজ এলাকায় অবস্থান করবো না, তাই আমাদের অবস্থানকে কাজে লাগিয়ে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী অথবা সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধাবাদীরা বিভিন্ন ধরণের অনৈতিক কাজ করতে পারে। দেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। প্রশাসনের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর দেশ উপহার দিবে এবং একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন বলে বিশ্বাস রাখি। তাই বর্তমান প্রেক্ষাপটে আন্দোলনকারী ছাত্রদের পড়াশোনাকে প্রাধান্য দেয়াটা উচিত বলে মনে করছি। সুন্দর একটি দেশ গড়ার জন্য শিক্ষার কোন বিকল্প নাই। সব দিক বিবেচনা করে নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা বিষয়টি স্পষ্ট করছি।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আরো বলেন, “আমরা সাধারণ ছাত্র, কোন রাজনৈতিক দলের স্বার্থগত ভাবে কোন সম্পর্ক নেই। আমরা সাধারণ ছাত্র ছিলাম, আছি, থাকবো ইন্নাশাআল্লাহ”

সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা প্রশাসনকে সুযোগ দিয়ে তাদের কার্যক্রম স্থগিত রাখার সীদ্ধান্ত ঘোষণা করেন।

প্রেস ব্রিফিং শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, নান্দাইল’র শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার জন্য Nandail Conscious Student forum নামে একটা ফোরাম তৈরি করা হয়েছে। যা সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেচ্ছাসেবী ফোরাম। নান্দাইলের সকল ইউনিয়নকে নিয়ে এক সাথে কাজ করার পরিকল্পনা আছে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।