শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ? এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দেশের যে সকল জেলা গুলোর জনগণ বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হারিয়েছেন ঘরবাড়ি গরু ছাগল, বন্ধ হয়ে গেছে জীবিকা নির্বাহের পথও।
ঠিক সেই মুহূর্তে দেশের কিছু কিছু এনজিও গুলো এখনও বল প্রয়োগ করে কিস্তি আদায়ে ব্যস্ত সময় পার করছেন। দেশের এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে ভুক্তভোগী মহিলা গন কিস্তি বন্ধের মিনতি জানিয়েছেন দেশ পরিচালনাকারী কমিটির কাছে।
তারা বলছেন গ্রামীণ ব্যাংক ,ব্রাক ,আশা ,সহ যতগুলো এনজিও দুর্যোগ কবলিত এলাকায় আছে, সকল এনজিওকে তদন্ত করে কিস্তি বন্ধ করার জোর দাবি জানান। স্থানীয় উপজেলা প্রশাসন এই বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা বানভাসি ভুক্তভোগী জনগণের ।