শাহ আলম,, সিরাজগঞ্জ প্রতিনিধি:
উত্তর পশ্চিমবঙ্গ জেলা গুলোর ঢাকা গামী যানবাহনের একমাত্র প্রবেশ দ্বার সিরাজগঞ্জ রোড গোল চত্বর এলাকা। প্রতিবছর ঈদ পূজা উৎসবের এই দিনগুলো সামনে এলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হতো। এই সমস্যা দূর করার জন্য বিগত সরকার এখানে যানজট মুক্ত করতে নানামুখী কর্মসূচির কাজ হাতে নিয়েছিলেন, যাহা এখনো চলমান রয়েছে,, নাম দিয়েছেন ,,,,ইন্টার চেঞ্জ । উত্তরবঙ্গগামী যানবাহনগুলো যেমন: বগুড়া ,রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী ,সৈয়দপুর,, পশ্চিম দিকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ,ভেড়ামারা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ,এগুলো উল্লেখযোগ্য। পাবনা, ফরিদপুর ,জেলা অন্যতম ।
এখন উন্নত বিশ্বের মত এই রাস্তার নির্মাণ কাজ এগিয়ে চলেছে,, ফলে এইসব জেলার যানবাহন নির্বিঘ্নে ঈদ পূজা উৎসবের সময় নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে,, কোন যানজটের সৃষ্টি হবে না । এখানে ফ্লাইওভার করা হয়েছে, গ্রাউন্ড রোড করা হয়েছে ,যার ফলে এখানে কোন গাড়ি দাঁড়ানোর সুযোগ পাবে না। এই ফ্লাই ওভার হচ্ছে সিরাজগঞ্জ হাটি কুমরুল এলাকায়। ফলে এই জেলার সাধারণ জনগণ খুবই উপকৃত হবেন । পাশেই রয়েছে সলঙ্গা মাছের আড়ৎ এখানে ঢাকা থেকে পাইকারি লোকজন মাছ কিনে নিয়ে যান ।এলাকার জীবনমান উন্নত হচ্ছে ।
সিরাজগঞ্জ আরো উন্নত হয়েছে যমুনা বহুমুখী সেতুর জন্য । সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত বিধায় অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ এখানে ঘুরতে আসেন শখের বসে বিভিন্ন সরঞ্জামাদি কিনে নিয়ে যান। সিরাজগঞ্জের শাহজাদপুর বিশ্ব কবি রবীন্দ্রনাথের কুঠি বাড়ি । এখানে তাঁতের তৈরি কাপড়ের আড়ৎ বসে, যাহা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার প্রান্ত থেকে লোকজন পাইকারি দামে পছন্দের পণ্য কিনে নিয়ে যান ।
এখানে চার বছর মেয়াদী ভেটেনারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ,, একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট রয়েছে, দুইটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এইসব ইনস্টিটিউটে দেশের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী এসে টেকনিক্যালি কোর্স কমপ্লিট করে দেশ-বিদেশের যেকোন প্রান্তে কর্ম করে জীবিকা নির্বাহ করছেন ।