ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগের নতুন নাম প্রস্তাব করলেন কুদ্দুস বয়াতি

50
admin
আগস্ট ২৭, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেশের খ্যাতিমান লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। শুধু তাই নয়, ইউটিউব চ্যানেলেও নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। বলা যায়, এই বিকল্প মাধ্যমেই এখন সবচেয়ে বেশি সময় কাটে তার। সাম্প্রতিক ঘটনাবলী দেখে বিরক্ত কুদ্দুস বয়াতি সেখানেই দিলেন একটি পরামর্শ। প্রস্তাব করলেন শাহবাগের নতুন নাম।

দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রয়েছে কুদ্দুস বয়াতির। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠীর নানান দাবি-দাওয়া নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে তাদের আন্দোলনে বিরক্ত তিনি।

সেই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট রিকশাচালকদের দুটি দলকে দাবি নিয়ে জড়ো হতে দেখা গেছে শাহবাগে। এই সংবাদ দেখে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কুদ্দুস বয়াতি।

সেখানে গায়ক লিখেছেন, ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।’ কুদ্দুস বয়াতির এই পোস্ট পছন্দ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সত্যিই কি এমন পোস্ট দিয়েছেন তিনি? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই গায়ক।

দেশের এক গণমাধ্যমে কুদ্দুস বয়াতি বলেন, ফেসবুকে পোস্টটা আমি দিয়েছি। কয়েক দিন আগে নতুন সরকার এসছে। এ সরকার এখনও ঠিকমতো বইতে পারছে না। এর মধ্যেই সবাই সবার দাবি-দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, শাহবাগে আন্দোলন করছে। এটা কোনো যুক্তির কথা না।

তাই আমি বলেছি ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।’ কারণ এই সময়ে এমন আবদার আমার কাছে মামার বাড়ির আবদারের মতো মনে হয়েছে।

তিনি আরও বলেন, নতুন সরকারকে কমপক্ষে দুই-চার বছর সময় দিতে হবে, ভালো করে বসার জন্য। এই অল্প সময়ের মধ্যে এত শত দাবি নিয়ে আসা মঙ্গলজনক নয়। এ জন্যই আমি এই স্ট্যাটাসটি দিয়েছি।

শৈশব থেকেই গান-বাজনার অনুরাগী লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশাসহ অনেক ধরনের পালাগানের আসর মাতান এই গায়ক।

তবে ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না আরও দিন আছে’ শিরোনামে গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান কুদ্দুস বয়াতি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গানটি গেয়েছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।