বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে মোছাঃ বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৮আগষ্ট) সকাল দশটার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম ওই এলাকার মোঃ শামীম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বুধবার সকালে পরিবারের লোকজনের অজান্তে তার স্বামীর বাড়ির শয়ন কক্ষে জমিতে দেওয়া কীটনাশক বিষপান করে অসুস্থ হয়।পরে ওই গৃহবধুর স্বামী শামীম হোসেন টের পেয়ে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধুকে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে রেফার্ড করেন।
অসুস্থ ওই গৃহবধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কে বাঁশের ব্রিজ নামক এলাকায় রাস্তার মধ্যে দুপুর দুইটার দিকে সে মৃত্যুবরণ করেন। পরে ওই গৃহবধুর স্বামী তাহার স্ত্রীর মৃত্যুদেহ তাদের নিজ বাড়িতে নিয়ে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন,খবর পেয়ে নিহতের নিজ বাড়িতে পুলিশ পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।