দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
২৯ শে আগস্ট/২০২৪ইং সকাল ১১.০০ টায় ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিবাবক সমাবেশসহ মেধাবী ছাত্র/ছাত্রীদের হাতে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
অত্র স্কুলের অধ্যক্ষ পারুল রানীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা মোছাঃ নাহিদা আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অত্র স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার উপস্থিত অভিভাবক ও ছাত্র/ছাত্রীদে উদ্যেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, এবং প্রতিটি ক্লাসের পরীক্ষায় ভাল ফলাফলকারী মেধাবী ছাত্র/ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন।
এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুল পরিচারনা কমিটির সদস্য ও আমন্ত্রিত্র অভিভাবক মন্ডলী।
সমাপনী বক্তব্যে অত্র স্কুলের পরিচালক জনাব মোঃ আবু সুফিয়ান মুক্তার অভিভাবকের উদ্যোশে বলেন, আজকের এই শিশু আমাদের আগামীর সোনালী স্বপ্ন। তাদের আদর যত্ন আর সুন্দর আচরণ দিয়ে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) শিশুদের খুব আদর করতেন ভালোবাসতেন। রাসূল (সাঃ) বলেন, “শিশুরা হলো বেহেশতের প্রজাপতি”
তিনি আরও বলেন আগামী দিনে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলটিকে অত্র এলাকার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিণত করতে হবে। এ ব্যাপারে তিনি উপস্থিত অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগীতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।