ঢাকাশুক্রবার , ৩০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি

50
admin
আগস্ট ৩০, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাজারগুলোতে ৪৬০ টাকায় দেশি মুরগি কেনাসহ বাজারে ৫১০/টাকা ৫২০/টাকা ৫৫০/ টাকা করে বিক্রি করা হচ্ছে মুরগি।২৬০ টাকায় কেনা হচ্ছে।

২৮০ টাকা ও ৩২০ টাকায় বিক্রি করছেন সোনালি মুরগি। চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে এঅভিযান করেন নগরীর কাজীর দেউরি কাঁচা বাজার এলাকায়। ৩০ আগস্ট শুক্রবারে বাজারে ভিন্ন ভিন্ন দামে মুরগি বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর কারণে ৭ হাজার টাকা করে চারটি মুরগির দোকানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। সহকারী পরিচালক,মেট্রো মোঃ আনিছুর রহমান। রানা দেব নাথ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

এসময় ফয়েজ উল্যাহ সংবাদমাধ্যমকে বলেন, প্রশাসনের সহযোগিতায় পরিচালিত নিয়মিত বাজার তদারকি এঅভিযানে সচেতনও ছাত্র ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।