নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাজারগুলোতে ৪৬০ টাকায় দেশি মুরগি কেনাসহ বাজারে ৫১০/টাকা ৫২০/টাকা ৫৫০/ টাকা করে বিক্রি করা হচ্ছে মুরগি।২৬০ টাকায় কেনা হচ্ছে।
২৮০ টাকা ও ৩২০ টাকায় বিক্রি করছেন সোনালি মুরগি। চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে এঅভিযান করেন নগরীর কাজীর দেউরি কাঁচা বাজার এলাকায়। ৩০ আগস্ট শুক্রবারে বাজারে ভিন্ন ভিন্ন দামে মুরগি বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর কারণে ৭ হাজার টাকা করে চারটি মুরগির দোকানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। সহকারী পরিচালক,মেট্রো মোঃ আনিছুর রহমান। রানা দেব নাথ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
এসময় ফয়েজ উল্যাহ সংবাদমাধ্যমকে বলেন, প্রশাসনের সহযোগিতায় পরিচালিত নিয়মিত বাজার তদারকি এঅভিযানে সচেতনও ছাত্র ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।