ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই,কোটি টাকার ক্ষতি

50
admin
অক্টোবর ৩১, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় সোমবার (৩০ অক্টোবর) ভোর ৪ টার দিকে লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজারে কুটি মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।বিনোকদিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় কুটি মিয়ার মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিল।

তখন তাদের দোকানগুলো আগুনে পুরে ছাই হয়ে যায়। ভোররাতে ওই মার্কেটের একটি দোকানের পেছন থেকে প্রথমে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। ততক্ষণে ব্যবসায়ী পরিতোষের ফার্নিচার দোকান, সাইফুলের ডেকোরেটর দোকান, ডিলার নাজমুল হাসানের অলিম্পিক বিস্কুটের গোডাউন, ডিলার সুশান্ত ও বায়জিদের বিস্কুট এবং জুসের গোডাউনসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কুটি মিয়ার মার্কেটের স্বত্বাধিকারী মশিউর রহমান বলেন, আগুনে মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ও ব্যাবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃবিএনপি-জামায়াত নাশকতা করলে দাঁতভাঙ্গা জবাব দিবে এ্যাডঃ- জামাল হোসেন মিয়া

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম ইনকিলাবকে বলেন, ভোর ৪ টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা আরো একটি মার্কেট ও একটি ব্যাংককে আগুন থেকে রক্ষা করা হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।