মোঃ খোরশেদ আলম ময়মনসিংহ
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুর কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, সিআইপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন, জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দি জামালপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রীর সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম রেজনু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট গণমাধ্যম কর্মী মোঃ ফজলে এলাহী মাকাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল আত্মকর্মী মাসুমা সহ জামালপুরের বিভিন্ন সরকারি-বেসরকারী অফিসের দপ্তর প্রধানগণ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান।