মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ফ্রি ভ্যাক্সিন ক্যাম্পেইন শুরু করা হয়েছে । মঙ্গলবার ১ অক্টোবর চরআমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ ও সিলেট পাড়া গ্রামে সূর্যোদয়ের আগে হতে রোদের প্রখরতা বাড়া পর্যন্ত এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হয়।
এই ভ্যাকসিন প্রোগ্রামের উদ্বোধন করেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। পিপিআর নির্মূলে এই প্রোগ্রাম চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। ইউনিয়নের প্রতিটি ছাগল ভেড়াকে সরকারী টিকা দেওয়ার জন্য খামারিদের অনুরোধ করেন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ( এলডিডিপি) ডাক্তার নাইম মিয়া বলেন ছাগল -ভেড়ার ক্ষেত্রে সবচেয়ে মরণঘাতী রোগ পিপিআর।
ভাইরাস জনিত এ রোগের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ায় গতবছর “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের ” আওতায় সারাদেশের ন্যায় দেওয়ানগঞ্জ, জামালপুর এ বিনামূল্যে পিপিআর রোগের ১ম ডোজ ভ্যাক্সিন প্রদান করা হয়েছিল। যার ফলে পিপিআর রোগ এর প্রাদুর্ভাব এ বছর অনেকটাই কমে গেছে ।
তার ধারাবাহিকতায় এ বছরও উক্ত প্রকল্পের আওতায় সারাদেশে ২য় ডোজ ভ্যাক্সিন প্রদান শুরু হয়েছে।০১/১০/২০২৪ তারিখ হতে ১৮/১০/২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন- ক্ষুরারোগ ও পিপিআর নির্মূলে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে। গবাদি পশু মহামারীর রোগ থেকে বাঁচাতে টিকা দিতে উৎসাহিত করেন।