ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সানন্দবাড়ীতে ১১৩ বোতল ভারতীয় মদসহ একজন আটক

50
admin
অক্টোবর ২, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১৩বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মো. শাহজাহান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।

২ (অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা ডাংধরা ইউনিয়নের পাথরের চর বাজার এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান আলী উপজেলার পাথরেরচর গ্রামের জনৈক রহম আলী মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার তাকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রায়হানের নেতৃত্বে ডিএসবি আব্দুর রাকিব খান, এএসআই আকরাম, কনস্টেবল সোহেলসহ সঙ্গীয় ফোর্সসহ বিকেলের দিকে উপজেলার পাথরেরচর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে মো. শাহজাহান আলীর বসত বাড়িতে অভিযান চালায় পুলিশের এই চৌকস টিম। আসামি শাজাহানের ঘরে একটি অন্ধকার কক্ষে মদের কার্টুন গুলি সাজানো অবস্থায় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয় ।

পরে ওই বাড়ির বিভিন্ন রুম তল্লাশী করে ৭৫০ এম.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন, ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় ১১৩ বোতল মদ উদ্ধার করা হয় এবং শাহাজাহান আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৮৩ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামী কাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত শাহজাহান আলীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।