ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাই ,৬ পুলিস সদস্য ক্লোজ

50
আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
জানুয়ারি ৬, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৫ জানুয়ারী রোববার পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালায়।অভিযানে ১৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তার ইয়াবা টেবলেটসের সাথে জড়িত থাকায় তাদের দুজনকে আটক করে পুলিশ থানার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে বাবুরহাট বাজারে পৌঁছলে আটককৃত কারীদের আত্মীয়স্বজন ও মাদক ব্যাবসায়ীরাসহ বেশকিছু লোকজন পুলিশের গাড়ি আটক করে হাতকড়াসহ আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়।

পরে জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন আনোয়ার হোসেন (৩২) ও তার পিতা আব্দুস ছালাম (৫০)।এদিকে ৬ জানুয়ারি সোমবার আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ায় এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনষ্টেবল সবুজ চন্দ্ররায়, বিনয়চন্দ্র বর্মণ, শফিউল্লাহ এবং মিজানুর রহমানকে রাতেই পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন আসামী ছিনিয়ে নেওয়ার জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জনকে জিগ্যেসবাদ করা হচ্ছে।  ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।